হলের সিট বরাদ্দ হওয়ায় ছাত্রলীগের আনন্দ মিছিল

রিসাত রহমান, জবি প্রতিনিধি ঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রীহল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে সীট বন্টনে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক এসএম আক্তার হুসাইনের নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়।

Islami Bank

২৭ ফেব্রুয়ারি ২০২২ (রবিবার) দুপুর ১২টার দিকে ভাস্কর্য চত্বর থেকে মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে এসে রফিক ভবনের সামনে জমায়েত হয়।
এসময় জবি শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহিম ফরাজী বলেন, জবিতে প্রথম বারের মত ছাত্রীহল চালু হয়েছে।

এই হল আমাদের দীর্ঘদিনের আন্দোলনের ফসল। আগামীতে ছাত্রীহলের সুযোগ সুবিধা আরো বৃদ্ধি করা হবে। নতুন ক্যাম্পাসের ছেলে-মেয়ে উভয়ের জন্য আবাসন সুবিধা থাকছে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

one pherma

সাধারণ সম্পাদক এস এম আক্তার হুসাইন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি ছাত্রীদের আবাসনের জন্য হল দিয়েছেন।

এছাড়াও কেরানীগঞ্জে ২০০ একর জায়গায় আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের অনুমোদন দিয়েছেন। শিগগিরই সবার জন্য আবাসন নিশ্চিত করা হবে।এসময় একাধিক স্লোগানে পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে।

ইবাংলা/ ই/ ২৮ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us