দুই মাসের মাথায় করোনায় শনাক্ত সর্বনিম্ন

স্বাস্থ্য বার্তা ডেস্ক

বিশ্ব মহামারি করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩ দশমিক ৩৫ শতাংশ। যা গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন শনাক্তের হার। তবে গতকালের চেয়ে শনাক্তের হার আরও কমলেও বেড়েছে মৃতের সংখ্যা।

গেল ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৭৬টি ল্যাবে ২৩ হাজার ৮১৭ জনের নমুনা পরীক্ষায় ৭৯৯ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। নতুন শনাক্তসহ সারা দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৯ লাখ ৪৪ হাজার ৩৭৬ জনে দাঁড়াল। গেল ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় দেশে করোনা শনাক্তের হার ৩ দশমিক ৩৫ শতাংশ।

এর আগে, গত ৩রা জানুয়ারি নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ছিল ৩ দশমিক ৩৭ শতাংশ। এছাড়া গেল ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৪৫ জনে।মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৪ দশমিক ৪৮ শতাংশ। এছাড়া একদিনে ৭ হাজার ৪৬০ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ২২ হাজার ১২৫ জন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৯৩ দশমিক ৭১ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের তালিকায় যুক্ত হওয়া ৮ জনের মধ্যে ৫ জন পুরুষ এবং ৩ জন নারী। ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ৮ জনের মধ্যে তিনজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা, রাজশাহী বিভাগের ২ জন এবং ঢাকা, খুলনা, ময়মনসিংহ বিভাগের একজন করে মৃত্যু হয়েছে। বাকি বিভাগগুলোতে গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত কারও মৃত্যু হয়নি।

এর আগে, গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ৪ জনের মৃত্যুর খবর জানানো হয়। এছাড়া ২৪ হাজার ৬০৫ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ৮৯৭ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্তের খবর জানান হয়। সে হিসেবে সংখ্যা বিবেচনায় গতকাল তুলনায় শনাক্তের সংখ্যা কমলেও মৃতের সংখ্যা বেড়েছে।

এদিকে, এ পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ কোটি ৭৫ লাখ ৮০ হাজার ৩২৬ জনে। আর সারা বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ৭৭ হাজার ২৮৯ জনে। বিপরীতে সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ কোটি ৯১ লাখ ৭৯ হাজার ৮০২ জনে।

ইবাংলা/ জেএন/ ১ মার্চ, ২০২২

Contact Us