বাস-অটোরিকশা সংঘর্ষে দুই নারী নিহত
জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইল-লোহাগড়া সড়কের সদর উপজেলার বুড়িখালি এলাকায় বাস-অটোরিকশা সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১লা মার্চ) বিকেল ৩টার দিকে বুড়িখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মিনা রানী বিশ্বাস (৪০) যশোর জেলার পায়রা ইউনিয়নের সমসপুর গ্রামের হরিচাদ বিশ্বাসের স্ত্রী। মমতা বিশ্বাস (৫০) একই এলাকার সোহাল বিশ্বাসের স্ত্রী।
যশোরের অভয়নগর উপজেলার সমসপুর এলাকা থেকে ৫টি সিএনজিচালিত অটোরিকশাযোগে সনাতন ধর্মাবলম্বী ৩৫ থেকে ৩৮ জন নারী-পুরুষ লোহাগড়া উপজেলার জয়পুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। বুড়িখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নড়াইল অভিমুখী খানজাহান পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মিনা রানী বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। পরে বিকেল ৫টার দিকে মমতা বিশ্বাস মারা যান। গুরুতর আহত অটোরিকশার চালক আশরাফকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির জানান, এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছেন এ দুর্ঘটনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে বাসটি আটক করা হয়েছে।
ইবাংলা/ জেএন/১লা মার্চ ২০২২