রাশিয়া-ইউক্রেন দ্বিতীয় দফা আলোচনা বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধবিরতির লক্ষ্যে রুশ ও ইউক্রেনিয়ান কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা বুধবার (২ মার্চ) সন্ধ্যায় শুরু হচ্ছে বলে খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। তবে, এ দফার বৈঠক কোথায় হবে তা বলা হয়নি।

Islami Bank

“আমাদের প্রতিনিধিদল কথা শুরু করতে প্রস্তুত,” বলেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। বেলারুশ সীমান্তে প্রথম দফার বৈঠকে কোনো বোঝাপড়া হয়নি বলেও জানা তিনি।

পেসিডেন্ট পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদনিস্কি এ দফাতেও রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন বলে খবরে বলা হয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে আসন্ন বৈঠক নিয়ে হতাশা প্রকাশ করা হয়েছে।

ইউক্রেনিয়ান প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেক্সি অ্যারেস্টোভিচ সাসপ্লাইন টিভিকে বলেছেন, “আমার মনে হয়না কোনো কিছু বদলাবে না, একই রকম থাকবে। আমরা আমাদের দাবিতে অনড় থাকবো। সেই একই মানুষজন থাকছে।“

ইউক্রেনের রাষ্ট্রপতির সহকারী কিয়েভে সিএনএন-এর ম্যাথিউ চান্স এর কাছে জানিয়েছেন, বুধবার (২ মর্চ) সন্ধ্যায় এ আলোচনা বৈঠক হওয়ার কথা রয়েছে।

one pherma

রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিদলের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হতে চলেছে, সোমবার প্রথম দফা আলোচনায় উপস্থিত প্রতিনিধিদলের সদস্যদের নিয়েই দ্বিতীয় দফা একই প্রতিনিধিদের নিয়ে গঠিত হচ্ছে আজকের যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার দ্বিতীয় বৈঠক।

ইউক্রেন এবং দখলদারের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার বিষিয়টি বুধবার (২ মার্চ) ইউক্রেনের রাষ্ট্রপতির একজন সহযোগী “এখন এটা অফিসিয়ালি সিএনএনকে বলেছেন।

মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে যে বেলারুশ-পোল্যান্ড সীমান্তের কাছে বেলারুশে দ্বিতীয় দফা আলোচনা হবে। সোমবার প্রথম দফার আলোচনা পাঁচ ঘণ্টা ধরে চলে এবং কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।

ইবাংলা/ জেএন/ ২ মার্চ, ২০২২

Contact Us