আফগানিস্তান ও বাংলাদেশ মুখোমুখি হয়েছিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। যেখানে দুই দলের দুই ক্রিকেটার মেহেদী মিরাজ ও রশিদ খান একে অপরের কঠিন প্রতিপক্ষ হিসেবে খেলেছেন। সেখানে এই দুই ক্রিকেটারকে একই দলের সতীর্থ বানিয়ে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
এই সিরিজ শেষে বুধবার (২ মার্চ) ক্রিকেটারদের র্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি। যেখানে নিজেদের সংবাদে হাস্যকর ভুল করেছে আইসিসি কর্তৃপক্ষ।
বাংলাদেশের বিপক্ষে ভালো বোলিং করার পুরষ্কার স্বরূপ বোলারদের ওয়ানডে র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছে আফগানিস্তানের রশিদ খান। অপরদিকে বল হাতে খুব একটা ভালো না করায় মিরাজ পিছিয়েছেন তালিকায়। দুইজনের র্যাংকিংয়ের সেই তথ্য তুলে ধরতে গিয়েই এই দুই ক্রিকেটারকে একে অপরের সতীর্থ বানানোর ভুল করেছে আইসিসি।
আইসিসির ওই সংবাদে লেখা ছিল, ‘ওয়ানডে র্যাংকিংয়ে খুব একটা পরিবর্তন আসেনি। তবে রশিদ খান আবারও শীর্ষ দশে ফিরেছেন। বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন এই বোলার।
ইবাংলা/ জেএন/ ২ মার্চ, ২০২২