দব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

গোলাম কিবরিয়া, বরগুনা

বরগুনায় জেলা বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশে তেল,গ্যাস,বিদ্যুৎ,পানিসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যসমূহের সীমাহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এ সমাবেশ করা হয়।

Islami Bank

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২ মার্চ) বিকেল চার টায় বরগুনা জেলা বিএনপি সকল ইউনিট থেকে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লে: কর্নেল (অব): এম এ আবদুল লতিফ। বরগুনা জেলা বিএনপির সভাপতি মো: নজরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে এ মহাসমাবেশে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান মাসুদ, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আজগর হায়াৎ মিলন প্রমুখ।

one pherma

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: আবদুল হালিমের সঞ্চলনায় এ মহাসমাবেশ জেলা বিএনপির ও তার সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। এছাড়াও এ সমাবেশ উপস্থিত থেকে জেলার সকল ইউনিট বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

ইবাংলা/ জেএন/ ২ মার্চ, ২০২২

Contact Us