হামলার শিকার জাহাজ থেকে নাবিকদের বাঁচার আকুতি

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের অলভিয়া বন্দর জলসীমায় আটকে পড়া বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে রকেট হামলা এবং এতে জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ারের মৃত্যুর পর উদ্ধারের আকুতি জানিয়ে দুটি ভিডিও বার্তা দিয়েছেন জাহাজটির নাবিকেরা।

Islami Bank

ভাইরাল হাওয়া ২৭ সেকেন্ডের এমনই এক ভিডিও বার্তায় বাংলার সমৃদ্ধি জাহাজের সেকেন্ড ইঞ্জিনিয়ার রবিউল আউয়ালকে বলতে শোনা যায়, ‘আমি বাংলার সমৃদ্ধির সেকেন্ড ইঞ্জিনিয়ার। আমাদের জাহাজে একটু আগে রকেট হামলা হয়েছে। একজন অলরেডি ডেড। আমাদের পাওয়ার সাপ্লাই নেই। ইমার্জেন্সি জেনারেটরে পাওয়ার সাপ্লাই চলছে। আমরা মৃত্যুর মুখে সম্মুখীন। আমাদের এখনো উদ্ধার করা হয়নি। দয়া করে আপনারা আমাদের বাঁচান। আমরা সবাই আছি এখানে। দেখেন। আমাদের কোনো জায়গা থেকে সাহায্য আসেনি। আমাদের বাঁচান।’

জাহাজটির অপর এক নাবিক আরেকটি ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করে তাদের বর্তমান অবস্থান সম্পর্কে যে ভুল তথ্য দেয়া হচ্ছে সে বিষয়ে বলেন। ৩১ সেকেন্ডের ২য় ভিডিওতে তিনি বলেন, ‘আমি আসিফুল ইসলাম আসিফ।…আমরা নাকি পোল্যান্ডে চলে গেছি নিরাপদভাবে। এটা ভুল নিউজ। আমাদের প্লিজ এখান থেকে উদ্ধারের ব্যবস্থা করেন।’

one pherma

ইউক্রেনে আটকে পড়ার পর জাহাজটির নাবিকেরা এত দিন নাম প্রকাশ না করে তাঁদের উদ্বেগ-উৎকণ্ঠা ও উদ্ধারের আকুতির কথা এত দিন বলছিলেন। তবে গতকাল জাহাজটিতে গোলা হামলায় এক নাবিক নিহত হওয়ার পর এবার প্রকাশ্যে ভিডিও দিয়ে তাঁরা উদ্ধারের আকুতি জানাচ্ছেন।

হামলায় বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’তে আগুন লেগে যায়। ছবি : সংগৃহীত

ইউক্রেনের অলভিয়া বন্দরে ২৯ জন নাবিক নিয়ে আটকা পড়েছিল ‘বাংলার সমৃদ্ধি’। বাংলাদেশ শিপিং করপোরেশনের এই জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছে। জাহাজটি ইউক্রেন থেকে সিরামিকের কাঁচামাল নিয়ে ইতালিতে যাওয়ার কথা ছিল। তবে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর আর ফিরতে পারেনি।

ইবাংলা/ টিপি/ ৩ মার্চ, ২০২২

Contact Us