দুস্থদের মাঝে মানবিক সহায়তা দিল বান্দরবান সেনা রিজিয়ন

জেলা প্রতিনিধি, বান্দরবান

বান্দরবানে মানবিক সহায়তা প্রদান করেছে বান্দরবান সেনা রিজিয়ন। গরিব, দুস্থ ও অসহায় মানুষসহ মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন ক্লাবের মাঝে মানবিক এসব সহায়তা প্রদান করা হয়। বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ১১টার জেলা স্টেডিয়ামে বান্দরবান সেনা রিজিয়নের সার্বিক তত্বাবধায়নে বান্দরবান জোনের আয়োজনে এসব সহায়তা প্রদান করা হয়।

Islami Bank

সাতটি সেলাই মেশিন, শারীরিক প্রতিবন্ধীর জন্য একটি হুইল চেয়ার,  একটি রিকশা ও  পাঁচটি ভ্যানসহ ১৪ জনকে সহায়ংতা দেয়া হয়। এছাড়া নগদ অর্থসহায়তার মধ্যে ঘর নির্মাণ, চিকিৎসা, অপারেশন, শিক্ষাবৃত্তি, মেয়েদের বিয়ে, স্কুল-কলেজ ভর্তি ও বই ক্রয়সহ সর্বমোট ৬৪ জনকে নগদ ৫ লাখ ৬৫ হাজার টাকা প্রদান করা হয়।

সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক। এ সময় অনুষ্ঠানে বান্দরবান জোনের জোন কমান্ডার ও ৫ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান পিএসসি, উপ-অধিনায়ক মেজর এস এম মাহমুদুল হাসান সোহাগ,পিএসসি ক্যাপ্টেন মেজবাহুল ইসলাম ফুয়াদসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

one pherma

রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক বলেছেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীদের মাধ্যমে সবাইকে স¤প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠীর যেকোনো আপৎকালীন তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করবে। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সব জাতি-ধমের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং যেকোনো প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে।

ইবাংলা/ টিপি/ ৩ মার্চ, ২০২২

Contact Us