দীর্ঘ ৬০ মাইল সেনাবহর নিয়ে কিয়েভ অভিমুখি রুশ বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের বন্দরনগরী খেরসন দখলের পর রাজধানী কিয়েভে হামলার উদ্দেশ্যে ৬০ মাইল দীর্ঘ সেনা বহর নিয়ে যাত্রা করে রুশ সেনারা। তবে কিয়েভ অভিমুখে যাত্রা করা রাশিয়ার এই সামরিক বহর গত তিন দিনেও শহরটিতে পৌঁছাতে পারেনি। কিয়েভ ও অন্যান্য শহরে ইউক্রেনীয় সৈন্য এবং সাধারণ জনগণের প্রচণ্ড প্রতিরোধের মুখে তাদের অগ্রযাত্রা কিছুটা থমকে গেছে বলে তথ্য দিয়েছে ব্রিটিশ সামরিক গোয়েন্দারা। রাজধানী থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে রাশিয়ার এই দীর্ঘ সেনা বহর।

Islami Bank

ব্রিটিশ গোয়েন্দারা বলেছেন, কিয়েভের দিকে রাশিয়ার সামরিক বাহিনীর অগ্রযাত্রার গতি অনেক কমে গেছে। ইউক্রেনীয় বাহিনী এখনও খারকিভ এবং অন্যান্য বেশ কয়েকটি শহরে রুশ আক্রমণের বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে।

one pherma

বৃহস্পতিবার হালনাগাদ গোয়েন্দা তথ্যে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনীয়দের প্রতিরোধ, ভঙ্গুর রুশ কৌশল এবং যানজটের কারণে রাশিয়ার সামরিক বহরের প্রধান অংশটি এখনও কিয়েভ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে। কিয়েভে প্রবেশের ব্যাপক প্রতিরোধের মুখোমুখি হতে যাচ্ছে রুশ এই বহর। রাশিয়ার তীব্র গোলাবর্ষণ সত্ত্বেও খারকিভ, চেরনিহিভ এবং মারিউপোল এখনও ইউক্রেনীয়দের হাতে রয়েছে।

ইবাংলা/ টিপি/ ৩ মার্চ, ২০২২

Contact Us