এতিমখানার রয়েল বাড কাটার দায়ে ২৩ লাখ জরিমানা চট্টগ্রামের সীতাকুণ্ডের সাগর উপকূলে আটকে যাওয়া এতিমখানার নামে আনা জাহাজের (রয়েল বাড) মালিকানা দাবি করে অননুমোদিত উপায়ে কাটার কারণে গিয়াস উদ্দিন, মাহবুব ও কামাল মেম্বার নামে তিন ব্যক্তিকে ২৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম। বুধবার (২ মার্চ) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ে শুনানি শেষে এই আদেশ দেন পরিচালক মফিদুল ইসলাম।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) ‘এতিমখানার নামে আনা জাহাজ গিলে খাচ্ছে প্রভাবশালী সিন্ডিকেট’শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে ওই দিন বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
এ সময় সময় জাহাজ কাটার বিষয়ে নানা অনিয়ম দেখতে পেয়ে তারা জাহাজের মালিক দাবি করা গিয়াস উদ্দিন, মাহবুব ও কামাল মেম্বার নামের তিন ব্যক্তি ও ভাটিয়ারী শিপব্রেকিং ইয়ার্ডের মালিককে নোটিশের মাধ্যমে পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে হাজির হতে বলা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মফিদুল ইসলাম বলেন, সঠিক পদ্ধতিতে জাহাজ না কাটার কারণে জাহাজের মালিকানা দাবি করা তিন ব্যক্তিকে ২৩ লাখ টাকা জরিমানা করা হয়। তবে নোটিশ পেয়েও ভাটিয়ারী শিপব্রেকিং ইয়ার্ডের মালিকপক্ষের কেউ হাজির হননি। তাদের পুনরায় নোটিশ করা হবে। এরপরও হাজির না হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পরিচালক মফিদুল ইসলাম
ইবাংলা/ জেএন/৩মার্চ, ২০২২