সমাবেশে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়া বিএনপির

জেলা প্রতিনিধি, রাজশাহী

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় নেতাদের সামনে রাজশাহী মহানগর যুবদলের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

Islami Bank

বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে নগরীর ভুবনমোহন পার্কে সারাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ ঘটনা ঘটে।

এ সময় সাধারণ মানুষের জানমাল রক্ষার্থে পুলিশ লাঠিচার্জ করলে বিশৃঙ্খল নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিবেশ স্বাভাবিক হয়ে আসে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানান, বিকেল পাঁচটার দিকে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির নেতৃত্বে একটি মিছিল সমাবেশ স্থলে প্রবেশ করে। ওই সময় সমাবেশে বক্তব্য রাখছিলেন রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো।

one pherma

বক্তব্য চলাকালে কেন নগর যুবদলের সদস্য সচিব রবির নাম ঘোষণা করা হলো না এনিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে যুবদলের নেতাকর্মীরা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন বার বার নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করেন।

এ বিষয়ে রাজশাহী মহানগর বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, যুবদলের দু’গ্রুপের নেতাকর্মীরা অভ্যন্তরীণ কোন্দলের কারণে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এটি বাজার এলাকা এবং স্বর্ণের দোকান থাকায় তাদের মৃদু লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হয়।

ইবাংলা/ ই/ ৩ মার্চ, ২০২২

Contact Us