জুম ঘর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, বান্দরবান

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নে চুইরং ম্যা মারমা (৪০) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার নোয়াপতং ইউনিয়নের মহিলা কারবারি পাড়া এলাকার একটি জুম ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার থুইসা প্রু মারমার স্ত্রী।

Islami Bank

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে কারবারি পাড়া সংলগ্ন পাহাড়ে জুমের কাজ করার জন্য বাড়ি থেকে বের হন চুই রং ম্যা মারমা। সন্ধ্যায় বাসায় না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন, পরে রাত ১২টার দিকে পাহাড়ের জুম ঘরে গলাকাটা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত নারীর মরদেহ উদ্ধার করে।

নিহত চুই রং মা মারমার ছেলে উশৈচিং মারমা জানান, পাহাড়ে জুমের কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়ে আমার মাকে না পেয়ে আমরা চিন্তিত ছিলাম। পরে রাতে পাহাড়ের একটি জুম ঘরে তার মরদেহ উদ্ধার করি। তিনি আরো বলেন, স্থানীয় কয়েকজন ব্যক্তির সঙ্গে আমাদের হলুদের বাগান লাগানো নিয়ে ঝগড়া ছিল।

one pherma

সম্ভবত তারাই আমার মাকে ধর্ষণ করে হত্যা করেছে। তিনি আরো জানান, এ ঘটনায় আমি ৪ জনকে আসামি করে রোয়াংছড়ি থানায় একটি অভিযোগ দিয়েছি। আশা করছি পুলিশ তাদের দ্রæত খুঁজে বের করে গ্রেফতার করে সর্বোচ্চ সাজা নিশ্চিত করবে।

রোয়াংছড়ি থানার (ওসি) আবদুল মান্নান বলেন, ময়নাতদন্তের জন্য নিহত চুই রং ম্যা মারমা মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ইবাংলা/ ই/ ৪ মার্চ, ২০২২

Contact Us