বিয়ে বাড়ীতে দই দ্বন্ধে বর প্রহৃত, বিয়ে পন্ড

সাইদুর রহমান তসলিম,নরসিংদী :

মনোহরদীতে বিয়ে বাড়ীর খাবারে বরপক্ষের দই চাওয়া নিয়ে সৃষ্ট গোলযোগে কনে পক্ষের হামলায় বরসহ ৪ ব্যক্তি আহতের অভিযোগ। বর হাসপাতালে ভর্তি রয়েছেন বিয়ে পন্ড হয়ে গেছে।

মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামের প্রবাসী রফিকুল (২৫) এর সাথে একই উপজেলার ঠেকেরকান্দা গ্রামের দুলাল মিয়ার মেয়ে জনি(১৯) এর বিয়ে ঠিক হয় গত ৪ দিন আগে। সে মোতাবেক শতাধিক বরযাত্রী সহ বরপক্ষ শুক্রবার দুপুরে কনে বাড়ীতে বিয়ের জন্য যান।

বরের বড় ভাই শহীদুল জানান, সেখানে খাবারের সময় বরপক্ষের একজনের অতিরিক্ত দই চাওয়া নিয়ে কনেপক্ষের হালকা বচসা হয়। এ নিয়ে কনেপক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে বরপক্ষের উপর চড়াও হন।

এতে বরসহ বরযাত্রী দলের ৪ ব্যক্তি আহত হন।তাদের মধ্যে বর রফিকুল চিকিৎসার্থে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। বাকীরা বাইরে চিকিৎসা নিয়েছেন বলে বরপক্ষ জানিয়েছেন। এতে বরপক্ষের গাড়ীভাড়া,বিয়ে রেজিষ্ট্রি খরচসহ আনুষাঙ্গিক খরচের ৪৬ হাজার টাকা এবং ৪৫ হাজার টাকা মূল্যমানের একটি মোবাইল ফোন ছিনতাই হয় বলে অভিযোগ উঠেছে।
ইবাংলা/ জেএন/ ৪ মার্চ, ২০২২

Contact Us