টিটিকে লাঞ্ছিত, পুলিশ ও সেনা সদস্য ক্লোজ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

পঞ্চগড়-ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে কর্তব্যরত জুনিয়ার টিটিকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য আজিজুল ও সেনা সদস্য নাইমের ছুটি বাতিল এবং তাদের প্রত্যাহার করা হয়েছে বলে জানাগেছে।

Islami Bank

বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে অভিযুক্ত দু’জনকে বগুড়ার আদমদীঘি সান্তাহার রেলওয়ে থানায় নেয়া হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্তদের নাম জানা সম্ভব হয়নি। রাত সাড়ে ১১টায় সান্তাহার স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম এসংক্রান্ত বিষয় নিয়ে তার ব্যাক্তিগত ফেসবুক একাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন।

যা হুবুহু তুলে ধরা হলোঃ
দ্রুতযান এক্সপ্রেস ট্রেনেৱ কর্তব্য কর্তব্যরত জুনিয়ার টিটিইকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যের ছুটি বাতিল করে বগুড়া পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ওসি আদমদীঘি সান্তাহার রেলওয়ে থানা হতে বগুড়া পুলিশ লাইনে এবং অভিযুক্ত সেনা সদস্যের ছুটি বাতিল করে ঢাকা ক্যান্টনমেন্ট কোম্পানি কমান্ডার মেজরের নির্দেশে বগুড়া ক্যান্টনমেন্ট এর কর্পোরাল এর কাছে হস্তান্তর পূর্বক ঢাকা ক্যান্টনমেন্টে ক্লোজড করা হয় ৷

one pherma

ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এর নির্দেশে আইনী ব্যবস্থা সহ বিভাগীয় পদক্ষেপ প্রক্রিয়াধীন ৷ দায়িত্ব কর্তব্য পালনরত অবস্থায় একজন রেল কর্মীকে মারধর এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার জন্য অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি। এ ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সেই আশা এবং কামনা ব্যক্ত করি।

বৃহস্পতিবার বিকেলে জানতে চাইলে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।

ইবাংলা/ জেএন/ ৫ মার্চ, ২০২২

Contact Us