নির্ভয়া পুরস্কার পেলেন ৬ নারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে নারীদের টেকসই ভবিষ্যত গড়ায় অবদান রাখায় ৬জন নারীকে নির্ভয়া পুরষ্কারে ভূষিত করা হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল (৬ মার্চ) দ্য ডেইলি স্টার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের উদ্যোগে এ পুরস্কার প্রদান করা হয়।

এবার এ পুরস্কার পেয়েছেন ইয়ুথনেটের সহ-প্রতিষ্ঠাতা ও জাতীয় সমন্বয়কারী শাকিলা ইসলাম। প্ল্যাটফর্মটি জলবায়ু সুবিচার আদায়ের জন্য একটি বৃহৎ উপকূল-ভিত্তিক যুব আন্দোলন। পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেন- চট্টগ্রামের কোহিনুর আক্তার, বরগুনার হাসি বেগম, চাঁদপুরের শাহিনুর আক্তার ও রাঙামাটির শান্তনা খীসা। রাজধানীর ডেইলি স্টার সেন্টারে এক অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেন, নেতৃত্বের দক্ষতার জন্য প্রয়োজন সাহস, সততা, বিবেক এবং অন্যদের সেবা করার প্রয়াস। জলবায়ু পরিবর্তনের হুমকি প্রসঙ্গে তিনি বলেন, মানব সভ্যতা আগে কখনও এমন চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি। অনেক প্রাকৃতিক দুর্যোগ আছে যেগুলো সম্মিলিত প্রচেষ্টায় নিয়ন্ত্রণ করা সম্ভব। জলবায়ু পরিবর্তন একটি সংকট যা মোকাবিলায় এখনই জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি বলেন, যেকোন লালন পালনের ব্যাপারে… সেটা পরিবেশ হোক, প্রকৃতি হোক কিংবা মানুষের লালন পালনের ব্যাপারে প্রাকৃতিকভাবেই নারীরা ভালো করে। নারীরা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়ার কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে বলেই তাদের বাদ দিয়ে কোনোভাবেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে না।

ইবাংলা/ টিপি/ ৭ মার্চ, ২০২২

Contact Us