মধুপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

হাবিবুর রহমান, মধুপুর

” টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এ প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের মধুপুরে রালী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

Islami Bank

৮ মার্চ সকালে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অফিস আয়োজিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ও মধুপুর এনজিও ফোরামের সহযোগিতায় দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন।

উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুল রশীদ খান, মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আঃ আজিজ, এনজিও ফোরামের সভাপতি তপন কুমার গুণ প্রমুখ।

one pherma

সভায় সনাকের পক্ষ থেকে ধারণা পত্র উপস্থাপন করেন সনাকের সদস্য সাংবাদিক এস এম শহীদ। এসময় নারী সংগঠনের তিনিধি,জনপ্রতিনিধি,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনীপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গারো নৃত্য শিল্পীরা নৃত্য পরিবেশন করে। এর একটি র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

ইবাংলা/ জেএন/ ৮ মার্চ, ২০২২

Contact Us