আজানের ধ্বনিতে মুগ্ধ অস্ট্রেলিয়ান অধিনায়ক

ক্রীড়া ডেস্ক

পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট চলছে রাউয়ালপিন্ডিতে। এর আগে এই মাঠেই অনুশীলনের সময় দূর থেকে ভেসে আসছিল আজানের ধ্বনি। এই ধ্বনিতে মুগ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। কোডস্পোর্টসে পাকিস্তান সফর নিয়ে লেখা কলামে সেই মুগ্ধতার কথাই জানালেন তিনি।

Islami Bank

কলামে তিনি লিখেন, ‘মঙ্গলবার অনুশীলনের সময় দুর্দান্ত এক মুহূর্ত তৈরি হয়েছিল। দূরের পাহাড় থেকে ভেসে আসা প্রার্থনার সুর (আজান) যেন রাওয়ালপিন্ডির মাটির সঙ্গে মিশে প্রতিধ্বনিত হচ্ছিল।’

তিনি আরও লিখেন, ‘আমি জানতে পেরেছি, এই সিরিজের প্রতি শুক্রবারের প্রথম সেশনগুলো হবে আড়াই ঘণ্টার। প্রার্থনার জন্য এক ঘণ্টার লাঞ্চ বিরতি থাকবে। কারণ এটা সপ্তাহের পবিত্র দিন। আমরা এখানে সব সময়ে কিছু না কিছু শিখছি।’

পাকিস্তানে দীর্ঘদিন ২৪ বছর পর খেলতে এসেছে অস্ট্রেলিয়া
one pherma

‘আমাদের অজানা যা কিছু সবটা জানতে চাই। ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে বলব, মার্ক টেলর ১৯৯৮ সালে অধিনায়ক হওয়ার পর থেকে আমরা পাকিস্তানে খেলিনি এবং এই পরিস্থিতিতে পারফর্ম করাটাই প্রতিটি খেলোয়াড়ের জন্য বড় চ্যালেঞ্জ। আর ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে বলতে পারি, আমরা এই জীবনে একবারের এই অভিজ্ঞতার প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই।’

উল্লেখ্য, পাকিস্তানে দীর্ঘদিন ২৪ বছর পর খেলতে এসেছে অস্ট্রেলিয়া। এবারের সফরে তিন টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল।

ইবাংলা/ টিপি/ ৮ মার্চ ২০২২

Contact Us