মালেক আফসারীর বিরুদ্ধে জিডি করলেন নায়িকা

বিনোদন ডেস্ক

একসময়ের জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাস ঢাকাই সিনেমার নামী পরিচালক মালেক আফসারীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ এনে জিডি করেছেন । সোম বার (৭ মার্চ) তেঁজগাও শিল্পাঞ্চল থানায় এই জিডি করেছেন অভিনেত্রী। জিডি নম্বর ৩৭৮।

Islami Bank

জিডিতে বলা হয়েছে, এক ভিডিওতে অরুণা বিশ্বাসকে ব্যক্তিগক আক্রমণ করেছেন মালেক আফসারী। যা তিনি তার এক ভাতিজার মাধ্যমে জানতে পেরেছেন। ভিডিওতে মালেক আফসারী কুরুচিপূর্ণ এমন কিছু কথা বলেছেন যা অরুণার ব্যক্তিগত ইমেজ এবং পারিবারিক সম্মান নষ্ট করেছে।

এ প্রসঙ্গে অরুণা বিশ্বাস বলেন, ‘উনি একটি ভিডিওতে আমাকে ব্যক্তিগত গালিগালাজ করেছেন। ব্যক্তিগত আক্রমণ করেছেন। কুরুচিপূর্ণ কথা বলেছেন। ইঙ্গিত করেছেন। উনি প্রশ্ন তুলেছেন আমার কী যোগ্যতা? আমি কেন সেন্সর বোর্ডের মেম্বার হলাম, কোন যোগ্যতায় অনুদানের ছবি পেলাম, কোন যোগ্যতায় বিচারকের আসনে বসি।’

one pherma

অভিনেত্রী বলেন, ‘তার মতো একজন সিনিয়র পরিচালকের কাছ থেকে আমি এটা প্রত্যাশা করিনি। কোনো কারণ ছাড়াই তিনি আমাকে নিয়ে এসব কুরুচিপূর্ণ কথা বলেছেন। তাই বাধ্য হয়ে আমি আইনের আশ্রয় নিয়েছি। উনি আমাকে নিয়ে কনটেন্ট তৈরি করবে, আমার সামাজিক ভাবমূর্তি নষ্ট করে পয়সা কামাবে, তা হতে পারে না।’

এদিকে সেই ভিডিওটি ইউটিউব থেকে মালেক আফসারী সরিয়ে ফেলেছেন বলে জানা গেছে। এখন আর সেটি দেখা যাচ্ছে না। পরিচালক মালেক আফসারী বহু হিট-সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। যার মধ্যে উল্লেখযোগ্য-‘এই ঘর এই সংসার’, ‘হীরা চুনি পান্না’ প্রভৃতি। সর্বশেষ তার পরিচালিত ‘পাসওয়ার্ড’ও হিট। তবে বর্তমানে তিনি বেশি ব্যস্ত ফেসবুক ও ইউটিউবে ভিডিও কনটেন্ট প্রকাশ নিয়ে।

ইবাংলা/ টিপি/ ৮ মার্চ ২০২২

Contact Us