সুবর্ণচরে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে গাড়ির ধাক্কায় অজিউল্যাহ (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় সিরাজ (৩২) নামে আরো এক মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়েছে।

Islami Bank

মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার হাবিবিয়া সড়কের রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার চর মজিদ এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা সাতটার দিকে অজিউল্যাহ মোটরসাইকেলে করে চরজব্বর স্টিমারঘাট সড়ক থেকে ভূঁইয়ারহাটের উদ্দেশে যাত্রা করে।

এ সময় মোটরসাইকেলটি হাবিবিয়া সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে অজিউল্যাহ গুরুতর আহত হয়। এ সময় ওই গাড়ি দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

one pherma

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ পরিবার নিয়ে গেছে। তবে এ ঘটনায় নিহত ব্যক্তির স্বজনেরা এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেনি।

ইবাংলা/ জেএন/ ৯ মার্চ, ২০২২

Contact Us