দেশে খাদ্যশস্যের সর্বোচ্চ মজুত আছে- কৃষিমন্ত্রী

নিজস্ব প্রডতিবেদক,ঢাকা

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব দেশের দ্রব্যমূল্যের উপর কেমন প্রভাব ফেলবে এ নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। তবে এ বিষয়ে খোলাসা করলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। বুধবার ( ৯ মার্চ) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কিউ দোংয়ুর সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, দেশে খাদ্যশস্যের সর্বোচ্চ মজুত আছে।

Islami Bank

তিনি বলেন, এপ্রিলের ১৫ তারিখ থেকেই নতুন চাল আসবে। কাজেই, সবমিলিয়ে আমাদের কোনো মেজর প্রবলেম হবে না। কোনো খাদ্য সংকট, হাহাকার- এ রকম কিছু হবে না।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বেড়েছে। যুদ্ধের প্রভাব দেশে দ্রব্যমূল্যের ওপর কিছুটা পড়েছে। তবে আমাদের কাছে এখন খাদ্যশস্যের সর্বোচ্চ মজুত আছে। ফসলের উৎপাদনও ভালো।

one pherma

কিউ দোংয়ুর সঙ্গে বৈঠক প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, ঢাকায় সম্মেলন উপলক্ষে এফএওর ডিজি বাংলাদেশে এসেছেন। এফএও কৃষি উন্নয়নে আমাদের সহযোগিতা করে থাকে। তারা আমাদের কারিগরি সহায়তা দেয়। ডোনারদের সঙ্গে তারা ঘনিষ্ঠভাবে কাজ করে। কীটনাশকের ক্ষতিকর দিকগুলো যাতে কমাতে পারি, সেই বিষয়ে বৈশ্বিক যে নিয়ম তা তৈরি করে এফএও।

ইবাংলা/ টিপি/ ৯ মার্চ, ২০২২

Contact Us