ডিএনসিসির সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মশক নিধনে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করছে। বৃহস্পতিবার (১০ মার্চ) থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলবে সপ্তাহব্যাপী । রাজধানীর ইব্রাহিমপুর খাল সংলগ্ন বটতলা এলাকা থেকে এই কার্যক্রম শুরু করবেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান। ১৬ নম্বর ওয়ার্ড এলাকায় প্রথমে এই কর্মসূচি পরিচালিত হবে।

Islami Bank

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানিয়েছেন, ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে সপ্তাহব্যাপী ‘বিশেষ মশক নিধন অভিযান’ কার্যক্রমের ঘোষণা দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আজ থেকে সাত দিনব্যাপী ডিএনসিসি এলাকায় এই কার্যক্রম পরিচালিত হবে।

one pherma

উল্লেখ্য, গত ৭ মার্চ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান ফটকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম ঘোষণা দিয়েছিলেন, ১০ মার্চ থেকে ১৭ মার্চ এক সপ্তাহব্যাপী মশক নিধনের জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

ইবাংলা/ টিপি/ ১০ মার্চ, ২০২২

Contact Us