ঘুমধুমে বিপুল পরিমাণ বিদেশী মদ-বিয়ারসহ কারবারি আটক

আমিনুল ইসলাম- নাইক্ষ্যংছড়ি

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে র‌্যাব-১৫’র অভিযানে ১৫০ বোতল বিদেশী মদ ও ৮১ ক্যান বিদেশী বিয়ারসহ এক উপজাতি মাদক কারবারি আটক করা হয়েছে।

Islami Bank

র‌্যাব সুত্রে জানা যায়, গতরাতে ৯ টার দিকে ঘুমধুম ইউনিয়নের তুমরু হেডম্যান পাড়ার ছুরখ্যাচরনের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন র‌্যাব-১৫’র একটি দল।

one pherma

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে উক্ত এলাকার মংকিছা তংচঙ্গা(৪৮) কে আটক করা হয়। সে উপজেলা ঘুমধুম ইউনিয়নের ৩নং ওয়াডের মৃত মংলাউ তংচঙ্গা ছেলে। এসময় তার স্বীকারোক্তিতে তার দেহ, এবং ঘরে ও আশপাশে তল্লাশী চালিয়ে ১৫০ বোতল বিদেশী মদ এবং ৮১ ক্যান বিয়ার উদ্ধার করা হয়

ইবাংলা/ জেএন/ ১০ মার্চ, ২০২২

Contact Us