ইউক্রেনের বন্দর শহর মারিউপোল টানা ৯ দিন রুশ বাহিনীর অবরোধে ছিল। এ অবরোধের সময় মোট ১ হাজার ২০৭ জন বেসামরিক লোক মারা গেছে বলে জানিয়েছেন মারিউপোলের মেয়র ভাদিম বোইচেঙ্কোর। আল জাজিরা জানায়, শহর কর্তৃপক্ষের পোস্ট করা একটি ভিডিও বার্তায় তিনি বিষয়টি উল্লেখ করেন।
ওই বার্তায় বলা হয়, রুশ বাহিনী মারিউপোলে অবরোধের প্রথম ৯ দিন ১ হাজার ২০৭ জন শান্তিপূর্ণ মারিউপোল বাসিন্দাদের মৃত্যু দেখছিল নীরবে। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করে। এরই মধ্যে রুশ বাহিনীর কাছে অবরুদ্ধ ইউক্রেনের বিভিন্ন শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়া হয়েছে।
ইবাংলা/ টিপি/ ১০ মার্চ, ২০২২