ভোজ্যতেল, চিনি ও ছোলায় শুল্ক প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দামের ঊর্ধ্বগতি রোধে সয়াবিন তেল, চিনি ও ছোলা আমদানি শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। ভোজ্যতেল, চিনি ও ছোলা আমদানিতে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার (১০ মার্চ) সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর তিনি এ কথা জানান।

Islami Bank

আরও পড়ুন: তেলের বাজার নিয়ন্ত্রনে রাজস্ব বোর্ডকে ভ্যাট প্রত্যাহারের অনুরোধ

অর্থমন্ত্রী বলেন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। এর আগে গেল সোমবার আন্তর্জাতিক বাজারে অস্থিরতা না কমা পর্যন্ত ভোজ্যতেলের ভ্যাট প্রত্যাহারের দাবি জানায় দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

one pherma

সংগঠনের সভাপতি জসিম উদ্দিন সেদিন রাজধানীর মতিঝিলে ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এ দাবি জানান।

ইবাংলা/ টিপি/ ১০ মার্চ, ২০২২

Contact Us