কাগাগারে সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু

বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানে সাজাপ্রাপ্ত এক কয়েদীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ মার্চ) রাতে কারাগারে অসুস্থ্য হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের নাম দিলদার আলী প্রামাণিক (৪৮)। তিনি লামা উপজেলার লেমুঝিরি এলাকার বাসিন্দা।

Islami Bank

জেলা কাগাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত দিলদার আলী (কয়েদী নং- ৪০২০) এজমা রোগী ছিলেন। রাতে কারাগারে হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে গেলে কারাকর্তৃপক্ষ দ্রæত হাসপাতালে নিয়ে যান। চিকাৎসারত অবস্থায় সেখানে তিনি মারা যান। বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে ময়না তদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহতের পরিবারের স্বজনরা জানিয়েছেন, দিলদার আলীর সাজা হওয়ার পর থেকে পলাতক ছিলেন। গত ১৬ফেব্রæয়ারী তাকে বান্দরবান কারাগারে নেওয়া হয়েছিল। মৃত্যুর অন্য কোন কারণ নেই বলে স্বীকার করেন তারা।

one pherma

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান কারাগারের জেলার ফোরকান ওয়াহিদ বলেন, ২০০৮ সালের মারামারির একটি মামলায় ৬মাসের সাজাপ্রাপ্ত আসামি দিলদার অসুস্থ হয়ে পড়ে। শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রæত হাসপাতালে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বান্দরবানের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি জানিয়েছেন মাদক মামলার আসামি বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। পথে তার মৃত্যু হয়।

ইবাংলা/ জেএন/ ১০ মার্চ, ২০২২

Contact Us