ডিএনসিসির সপ্তাহব্যাপী মশকনিধন অভিযান শুরু

ডিএনসিসির সকল ওয়ার্ডে সপ্তাহব্যাপী বিশেষ মশকনিধন অভিযান পরিচালনা করা হচ্ছে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান মিরপুর ৪ অঞ্চলের আওতাধীন ইব্রাহিমপুর খাল এলাকায় এই অভিযান কার্যক্রম পরিদর্শন করেন।

Islami Bank

পরিদর্শনকালে তিনি বলেন, ‘ডিএনসিসির মাননীয় মেয়রের নির্দেশনায় সপ্তাহব্যাপী বিশেষ এই অভিযান পরিচালনা করা হচ্ছে। মূলত আমাদের লক্ষ্য হলো মশার পরিমাণ ব্যাপকভাবে কমিয়ে আনা।’

তিনি আরও বলেন, ৮৯৬ জন মশককর্মী এই অভিযানে অংশ নিয়েছে। এ সময় অংশ নেওয়া প্রত্যেক মশককর্মী ৯০ সিসি কীটনাশক ব্যবহার করে নিধন কার্যক্রম পরিচালনা করছে। সাধারণত অন্য সময়ে একজন মশককর্মী ৬০ সিসি কীটনাশক ব্যবহার করে।

one pherma

উল্লেখ্য, ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বলেছিলেন, ১০ মার্চ ২০২২ থেকে ১৬ মার্চ ২০২২ তারিখ পর্যন্ত সপ্তাহব্যাপী ‘বিশেষ মশকনিধন অভিযান’ পরিচালনা করা হবে।

ইবাংলা/ এশো/ ১০ মার্চ, ২০২২

Contact Us