মারিউপোলে ফের বোমাবর্ষণ করছে রুশ বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর মারিউপোলে আবারও বোমাবর্ষণ শুরু করেছে রুশ বাহিনী। ওই শহরের কাউন্সিল টেলিগ্রামে একটি পোস্ট দিয়ে বলছে, রাশিয়ার বাহিনী শহরের কেন্দ্রে বৃষ্টির মতো বোমা ফেলছে। তারা বলছে, আবাসিক এলাকাতেও উদ্দেশ্যমূলকভাবে বোমাবর্ষণ করা হচ্ছে। খবর বিবিসির।

এদিকে মারিউপোল মেয়রের উপদেষ্টা পেট্রো অ্যান্ড্রুশচেঙ্কো বলছেন, মারিউপোলে ফের বিমান থেকে বোমা ফেলা হচ্ছে। রাস্তা ধ্বংস করতে ও শহরটিকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতেই এই বিমান হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

জানা গেছে, রুশ সেনারা কয়েকদিন ধরে শহরটি ঘিরে রেখে সেখানে আক্রমণ অব্যাহত রেখেছে। এর ফলে সেখানে বিদ্যুৎ, পানি ও খাদ্যের সংকট তৈরি হয়েছে। ইউক্রেন সরকার বলছে, মানবিক ত্রাণ-সাহায্য নিয়ে গাড়ির একটি বহর মারিউপোল শহরে পৌঁছাতে চেষ্টা করেছিল। কিন্তু আক্রমণের কারণে তারা ফিরে আসতে বাধ্য হয়েছে।

ইবাংলা/ এশো/ ১০ মার্চ, ২০২২

Contact Us