ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শনিবার অনুষ্ঠিত হবে। সম্মেলন উপলক্ষে আখাউড়া স্থল বন্দরের যাবতীয় আমদানি রপ্তানি কার্যক্রম একদিন বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১২ মার্চ) এ বন্দরের যাবতীয় আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময় উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম স্থল বন্দর বন্ধ থাকার বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন।
আখাউড়া স্থল বন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, শনিবার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এ স্থল বন্দর কেন্দ্রিক দুই সংগঠনের প্রধান উপদেষ্টা ও পৌর সভা মেয়র তাকজিল খলিফা কাজল এ সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী। তাই সম্মেলনে স্থল বন্দরের সকল আমদানি রপ্তানিকারক ও কর্মচারিদের উপস্থিতি নিশ্চিত করার লক্ষে এ বন্দরের যাবতীয় আমদানি রপ্তানি কার্যক্রম এক দিন বন্ধ ঘোষণা করা হয়। তবে আমদানি রপ্তানি না করার বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরকে জানানো হয়েছে। আগামী রোববার সকাল থেকে যাবতীয় আমদানি রফতানি কার্যক্রম শুরু হবে।
আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুল হামিদ জানান, উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের কারণে এ বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম এক দিন বন্ধ থাকলে ও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
ইবাংলা/ এশো/ ১০ মার্চ, ২০২২