চীনে ফের লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বজুড়ে এখনো কাটেনি কোভিডের প্রভাব। বিভিন্ন দেশে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে এলেও উত্তর-পূর্ব চিনের চাংচুনে একটি নতুন ভাইরাসের আবির্ভাব ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সংক্রমণ যাতে ছড়াতে না পারে তাই আগে থেকেই ওই শহরে জারি করা হয়েছে লকডাউন। শুক্রবার (১১ মার্চ) চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শিল্পাঞ্চল চ্যাংচুনের ৯০ লাখ বাসিন্দার ওপর এই বিধিনিষেধ জারি করা হয়েছে।

Islami Bank

প্রশাসনের পক্ষ থেকে একটি নির্দেশিকা দিয়ে বলা হয়েছে, পরিবারের এক জন সদস্য ছাড়া বাড়ির বাইরে কেউ বেরোতে পারবেন না। তাও আবার দুদিন পর পর। শুধু তাই নয়, শহরবাসীকে তিনটি পর্যায়ে শারীরিক পরীক্ষা করাতে হবে। জরুরি পরিষেবা ছাড়া সবকিছু বন্ধ রাখতে হবে।

সাংহাইতেও লকডাউনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। শুক্রবারই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দিয়েছে সাংহাই প্রশাসন। রাজধানী বেইজিংয়ে কোনো কোনো জায়গায় আংশিক আবার কোনো জায়গায় পূর্ণাঙ্গ লকডাউন ঘোষণা করা হয়েছে।

one pherma

করোনায় চীনজুড়ে স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে ৩৯৭ জন। তাদের মধ্যে ৯৮ জন চ্যাংচুন শহরলাগোয়া জিলিন প্রদেশের। গত এক সপ্তাহে জিলিন প্রদেশে সংক্রমিত হয়েছেন ১ হাজার ১০০ জন।

ইবাংলা/ এশো/ ১১ মার্চ, ২০২২

Contact Us