‘ভুলবশত’ পাকিস্তানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

‘ভুলবশত’ ছোড়া ভারতীয় সেনাবাহিনীর একটি ক্ষেপণাস্ত্র গিয়ে আঘাত হেনেছে পাকিস্তানে। শুক্রবার (১১ মার্চ) তড়িঘড়ি সেই ভুলের কথা জানিয়েছে নয়াদিল্লি। গত ৯ মার্চের ওই ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে ভারত। ভুলের জন্য দুঃখপ্রকাশও করেছে তারা। খবর আনন্দবাজার

Islami Bank

গত বুধবার সেনা মহড়া চলাকালীন ভারতীয় সেনার ওই ক্ষেপণাস্ত্র গিয়ে ঢুকে পড়ে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মিলন চানু শহরে। তবে খবরটি প্রথম প্রকাশ করে রাশিয়ার সংবাদ সংস্থা স্পুটনিক। তারাই প্রথম জানায় হরিয়ানার সিরসার কাছে কোনও এলাকা থেকে একটি ভারতীয় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এমনকি পাকিস্তানের বায়ুসেনা ওই ক্ষেপণাস্ত্রটি প্রবেশ করতেও দেখেছে পাক পঞ্জাবের মিলন চানু শহরে। এরপরই বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়ে নয়াদিল্লি ঘটনাটির কথা স্বীকার করে। তবে একইসঙ্গে জানিয়ে দেয়, ঘটনাটি ভুল করে ঘটেছিল।

ভারতীয় গণমাধ্যমগুলো আরও বলছে, ভারত সরকার বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখছে এবং আদালতের উচ্চপর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কী ভাবে এমন ভুল হল তা জানিয়ে কেন্দ্রের ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ৯ মার্চ নিয়মমাফিক রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন দুর্ঘটনাবশত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষিপ্ত হয়ে যায়। প্রযুক্তিগত গোলযোগের জন্যই ওই ঘটনা ঘটেছিল। তবে ভারত ইতিমধ্যেই ঘটনাটিতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।’

one pherma

এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, ভারতীয় একটি ক্ষেপণাস্ত্র পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে খানেওয়াল জেলার মিয়া চান্নু এলাকার কাছাকাছি ভূপাতিত হয়েছে। এর ফলে আশপাশে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

ইবাংলা/ এশো/ ১১ মার্চ, ২০২২

Contact Us