ন্যাটো ও রাশিয়া মুখোমুখি হলেই তৃতীয় বিশ্বযুদ্ধ!

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে ইউক্রেনে মার্কিন সৈন্য পাঠান হবে না। শুক্রবার এক টুইট বার্তায় এমনটি জানালেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার দেশের বিরুদ্ধে আগ্রাসী নিষেধাজ্ঞা দিতে এবং তা বাড়াতে গত কয়েকদিন ধরে বাইডেন প্রশাসন প্রচারণা চালিয়ে যাচ্ছে ।

Islami Bank

আরও পড়ুন: জীবাণু অস্ত্রের ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইউক্রেন

টুইটে তিনি লিখেছেন, পরিষ্কার করে বলতে চাই আমরা ন্যাটো অঞ্চলের প্রতিটি ইঞ্চিতে আমরা তাদের সর্বশক্তি দিয়ে প্রতিহত করব। আমরা ইউক্রেনে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করব না। ন্যাটো ও রাশিয়া মুখোমুখি অবস্থান নিলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। রাশিয়ার সঙ্গে সরাসরি লড়তে মার্কিন সৈন্য পাঠানোর বিষয়টিতে কোনো সিদ্ধান্ত হয়নি।

one pherma

আরেক টুইটে বাইডেন লিখেছেন, ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের যুদ্ধে কখনো বিজয় আসবে না। তিনি আশা করেছিলেন, যুদ্ধ ছাড়াই ইউক্রেনকে শাসন করবেন, ইউরোপীয়দের বিশ্বাস ভেঙে দেবেন, ট্রান্স আটলান্টিক জোটকে দুর্বল করে দেবেন, আমেরিকাকে বিভক্ত করবেন। কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। সেই অভিযানের নিন্দা ও ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক অর্থনৈতিক ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপ।শুক্রবার বাইডেন রাশিয়ান অ্যালকোহল, সি ফুড ও ডায়মন্ড আমদানি নিষিদ্ধের ঘোষণা দেন।

ইবাংলা/ টিপি/ ১২ মার্চ, ২০২২

Contact Us