অবশেষে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে যাচ্ছেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

অবশেষে সাকিব আল হাসান আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে বিতর্কের অবসান ঘটলো। আগামীকাল রোববার দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন সাকিব। আগেই সেখানে পৌঁছে যাওয়া বাংলাদেশ দলের সাথে যোগ দিবেন এবং সিরিজেও খেলবেন তিনি, এমনটিই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

Islami Bank

শনিবার ( ১২ মার্চ) দুপুরে হঠাৎ করেই মিরপুরে বিসিবি কার্যালয়ে বৈঠকে বসেন সাকিব-পাপন। দুপুর ১২.৩০টায় মিরপুরের বিসিবি ভবনে প্রবেশ করেন ক্রিকেট বোর্ড সভাপতি পাপন। তার মিনিট দশেক পরই হাজির হন সাকিবও। বিসিবির বেশ কয়েকজন পরিচালকের উপস্থিতিতে হওয়া বৈঠক শেষেই এ ঘোষণা দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

এদিকে বৈঠক শেষে সংবাদমাধ্যমকে সাকিব নিজেই বলেন, ‘পাপন ভাইর সঙ্গে পরশু রাতেও কথা হয়েছে, আজও উনার সাথে কথা হয়েছে। যেহেতু আমি তিন ফরম্যাটেই আছি, তিন ফরম্যাটেই সবসময় এভেইলেবল থাকব। বোর্ড সিদ্ধান্ত নেবে কখন আমাকে বিশ্রাম দেওয়া দরকার। দক্ষিণ আফ্রিকা সফরেও আমি এভেইলেবল।’

one pherma

যদিও কদিন আগের চিত্রটা ছিল ভিন্ন। তখন সাকিব জানিয়েছিলেন, তিনি শারিরীক ও মানসিকভাবে ক্রিকেট খেলার জন্য তৈরি না। পরে তার সঙ্গে আলোচনা করে ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়ার কথা জানায় বিসিবি।

ইবাংলা/ টিপি/ ১২ মার্চ, ২০২২

Contact Us