পিএসজিই হতে যাচ্ছে লিওনেল মেসির সম্ভাব্য ঠিকানা!
ই-বাংলা ডেস্ক :
বিদায়ের আনুষ্ঠানিকতা সারতে সংবাদ সম্মেলনে এসে আবেগ ধরে রাখতে পারলেন না লিওনেল মেসি।
রোববার বাংলাদেশ সময় বিকেল ৪টায় বার্সেলোনার হয়ে সংবাদ সম্মেলনে এসে কান্নাজড়িত কন্ঠে সবাইকে ধন্যবাদ জানিয়ে মেসি বলেন, এভাবে বিদায় নিতে হবে কখনো ভাবিনি। মনে হয় না কেউই ভেবেছে। চেয়েছিলাম মাঠভর্তি দর্শকের সামনে অভ্যর্থনার মধ্যে বিদায় নিতে।
মেসির বার্সা ছাড়ার খবর প্রকাশের পর এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তার পরবর্তী গন্তব্য নিয়ে। গুঞ্জন উঠেছে ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তে যাচ্ছেন তিনি। সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হয় মেসিকে।
মেসি বলেন, পিএসজি একটা সম্ভাবনা। এখন পর্যন্ত কারও সঙ্গেই কিছু চূড়ান্ত হয়নি। অনেক ক্লাবই আগ্রহ দেখিয়েছে। এ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি।
সব হিসাব-নিকাশ মাথায় রেখে মেসির জন্য ‘ফিট’ ভাবা হচ্ছে দুটি ক্লাবকে- ফ্রান্সের পিএসজি আর ইংল্যান্ডের ম্যানসিটি। গত বছর মেসি যখন বার্সা ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তখন এ দুটি ক্লাবই বেশি আগ্রহ দেখিয়েছিল। এর মধ্যে দৌড়ে বেশি এগিয়ে ছিল ম্যানসিটি। তবে এবার শুরুতে এগিয়ে পিএসজি।
আর পিএসজিতে গেলে সাবেক সতীর্থ নেইমার তো বটেই, জাতীয় দল সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া আর আর্জেন্টাইন কোচ মাওরিসিও পচেত্তিনোকেও পাবেন মেসি। মাদ্রিদভিত্তিক পোর্টাল মার্কা জানিয়েছে, বৃহস্পতিবার রাতে মেসির বাবা হোর্হে মেসি পিএসজির সঙ্গে যোগাযোগও করেছেন। পিএসজি এখন তাকে দলভুক্ত করার উপায় খুুঁজছে।
ই-বাংলা.প্রেস/ আইএফ/ ৮ আগস্ট, ২০২১