কোম্পানীগঞ্জের ৯৬ ইউপি মেম্বারের শপথ গ্রহণ

জেলা প্রতিনিধি , নোয়াখালী

নোয়াখালীর কোম্পানীগঞ্জের ৮ ইউনিয়নের নবনির্বাচিত ২৪জন সংরক্ষিত ও ৭২জন সাধারণ সদস্যরা (মেম্বার) শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।

Islami Bank

রোববার(১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত মেম্বারদের শপথ বাক্য পাঠ করান কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.খোরশেদ আলম চৌধুরী।

এসময় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.সাহাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভিন রুনু, ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজ সালেকিন রিমন, প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি হাসান ইমাম রাসেল, বসুরহাট পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক সামছুউদ্দিন নোমানসহ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মেম্বার ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

one pherma

এর আগে, গত ৯ মার্চ সকালে নোয়াখালী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নবনির্বাচিত ৮ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে, গত ৭ ফেব্রুয়ারি সর্বশেষ ধাপে কোম্পানীগঞ্জের আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ইবাংলা/ টিপি/ ১৩ মার্চ, ২০২২

Contact Us