চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পন্য সামগ্রীর দাম কমানো দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নোয়াখালী জেলা মহিলা দল। সোমবার (১৪ মার্চ) সকালে জাতীয়তাবাদী জেলা মহিলা দলের সভা নেত্রী ভিপি শাহানার নের্তৃত্বে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালন করে। পরে পুলিশের বাঁধা উপেক্ষা করে জজ কোর্ট সড়কে বিক্ষোভ মিছিল করে তারা।
এর আগে মানববন্ধনে জেলা মহিলা দলের সভা নেত্রী ভিপি শাহানার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পারভীন আক্তার, জেলা মহিলা দলের কোষাধ্যক্ষ জোৎস্না আক্তার, জেলা মহিলা দলের সদস্য রৌশন আক্তার, নয়ন আক্তার, সোনাইমুড়ির সহ সভা নেত্রী তাসলিমা আক্তার লিমা, সুবর্ণচর মহিলা দলের আহবায়িকা আলেয়া বেগম, সদস্য সচিব নুরুন্নাহার, সেনবাগ পৌরসভার আহবায়ক মুনছুরা বেগমসহ প্রমুখ।
এ সময় বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, সরকার দেশ পরিচালনায় ব্যর্থ। যেভাবে দ্রব্য মূলের দাম লাগামহীন ভাবে বৃদ্ধি পেয়েছে, সাধারণ মানুষ আজ অসহায় হয়ে পড়েছে। তাই এ সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই।
ইবাংলা/ এশো/ ১৪ মার্চ, ২০২২