হাদিসুরের দাফন সম্পন্ন, জানাজায় মানুষের ঢল

গোলাম কিবরিয়া, বরগুনা

ইউক্রেনের রকেট বোমায় অলভিয়া বন্দরে বাংলাদেশি পন্যবাহী জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে হামলায় নিহত প্রকৌশলী হাদিসুর রহমান আরিফের (৩৪) মরদেহ নিজ বাড়ি বরগুনার বেতাগী উপজেলার কদমতলা গ্রামে নামাজে জানাজা মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০ টায় শেষ করে দাফন সম্পন্ন করা হয়েছে।

এর আগে সোমবার বেলা ১২ টা ২০ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের একটি কার্গো বিমান হাদিসুরের মরদেহ নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা দুপুর দুইটায় হাদিসুরের মরদেহ নিয়ে বরগুনার উদ্দেশ্য রওনা হন স্বজনরা।

সকাল দশটায় বাড়ি সংলগ্ন মাঠে জানাজা সম্পন্ন হয় প্রকৌশলী নাবিক হাদিসুরের। জানাজায় বরগুনা ১ আসনের সাংসদ, স্থানীয়, স্বজন, বন্ধুবান্ধব, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি থেকে শুরু করে কয়েক হাজার মানুষ এই জানাজা নামাজে অংশগ্রহণ করে। জানাজা শেষে শেষবারের মত শ্রদ্ধা জানান তারা। এসময় কান্নায় ভেঙে পড়েন সবাই। জানাজা শেষে বাড়ির সামনে মসজিদের দক্ষিন পাশে দাদা-দাদির কবরের পাশে দাফন করা হয়।

প্রসঙ্গত, গত ২ মার্চ রাতে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে পড়া বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে রকেট হামলা চালায় রুশ সেনারা। এ হামলায় জাহাজের প্রকৌশলী হাদিসুর রহমান আরিফ নিহত হন। পরদিন ৩ মার্চ সন্ধ্যায় অক্ষত ২৮ নাবিক এবং হাদিসুরের মরদেহ ইউক্রেনের একটি বাংকারে নেওয়া হয়। সেখানে হাদিসুরের মরদেহ রেখে বাকি নাবিকদের নিরাপদে রোমানিয়ায় নিয়ে যাওয়া হয়। গত ৯ মার্চ দুপুর ১২টার দিকে তাঁরা দেশে ফিরেছেন।

ইবাংলা/ জেএন/ ১৫ মার্চ, ২০২২

Contact Us