রিমান্ড শেষে আদালতে পরীমনি, ফের রিমান্ড চায় সিআইডি

আদালত প্রতিনিধি :

বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চার দিনের রিমান্ড শেষে চিত্রনায়িকা পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে আদালতে হাজির করা হয়েছে।

Islami Bank

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। বর্তমানে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে।

সিআইডি জানায়, মাদক মামলায় রিমান্ড শেষে তাদের আদালতে তোলা হবে। আরও জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে আবারও ৫ দিনের রিমান্ড আবেদন করা হবে। একই দিনে প্রযোজক নজরুল ইসলাম রাজ ও পরিমনির কথিত মামা আশরাফুল ইসলাম দীপুকেও আদালতে হাজির করা হবে।

এর আগে, মাদক মামলায় গত ৫ আগস্ট পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ। আজ (১০ আগস্ট) চার দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে সিআইডি।

one pherma

এদিকে চিত্রনায়িকা পরীমণিকে দেখতে তার নানা শামসুল হক আদালতে হাজির হয়েছেন।মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর ১২টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৌঁছান পরীর নানা শামসুল হক।

গত ৫ আগস্ট পরীমণি ও আশরাফুল ইসলাম দীপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।এর আগে বুধবার (৪ আগস্ট) রাতে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র‍্যাব।

ই-বাংলা.প্রেস/ আইএফ/ ১০ আগস্ট, ২০২১

Contact Us