শেখ হাসিনাকে দেখতে মানুষের উপচে পড়া ভিড়

ইবাংলা ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি দেখতে না পারলেও পর্দায় দেখতে মানুষের উপচে পড়া ভিড়। দেশের সর্ববৃহৎ কয়লাভিত্তিক ১ হাজার ৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করতে পটুয়াখালীর পায়রায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীকে সরাসরি দেখতে না পারলেও পর্দায় দেখতে ভিড় জমাচ্ছেন শিশু, বৃদ্ধসহ সব বয়সের মানুষ।

সোমবার (২১ মার্চ) কলাপাড়ায় বিকল্প ব্যবস্থা হিসেবে তাপবিদ্যুৎ কেন্দ্রের গেট সংলগ্ন ধানখালীর মাছুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পর্দায় প্রধানমন্ত্রীকে দেখতে হাজির হচ্ছেন অনেক সাধারণ মানুষ।

বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করতে একই দিন সকাল ১০টা ৪৫ মিনিটে পটুয়াখালী পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করেন পুলিশ সদস্যরা। এরপর প্রধানমন্ত্রী তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন এবং এর নাম ফলক উন্মোচন করেন। এ সময় এক হাজার ৩২০টি পায়রাও ওড়ানো হয়।

প্রধানমন্ত্রীকে দেখতে আসা জমির উদ্দীন জানান, আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার বাড়ির পাশে আসছেন। আমরা খুব আনন্দিত। তবে তাকে সরাসরি দেখতে পারলে আরও ভালো লাগতো। সরাসরি দেখতে না পারলেও পর্দায় দেখতে হাজির হয়েছি।

বিসিপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদুল আলম বলেন, এই বিদ্যুৎকেন্দ্র সবচেয়ে আধুনিক প্রযুক্তির। এখানে আলট্রা সুপারক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যেন পরিবেশকে সুরক্ষা করা যায়। পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় সালফার, নাইট্রোজেন ও বিভিন্ন ম্যাটেরিয়ালস দ্বারা। এই তিনটিই এই বিদ্যুৎকেন্দ্রে আমরা নিয়ন্ত্রণ করছি।

ইবাংলা / জেএন / ২১মার্চ২০২২

Contact Us