বিশ্ব পানি দিবস উপলক্ষে মোংলায় মানববন্ধ পালিত

মোংলা প্রতিনিধি,

সুপেয় পানির চাহিদা নিশ্চিত করনের দাবিতে বিশ্ব পানি দিবস উপলক্ষে মোংলায় মানববন্ধন পালিত হয়েছে।
মঙ্গলবার(২২ মার্চ) সকালে মোংলা নাগরিক সমাজ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এর আয়োজনে পৌরসভার শ্রমিক কলোনীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Islami Bank

মানববন্ধনে বক্তারা বলেন, চারিদিকে পানি থৈথৈ করলেও সুপেয় পানির সংকটে দিশেহারা উপকূলবাসী। জলবায়ু বিপর্যয়ের ফলে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় মিষ্টি পানির আধারের যেমন সংকট রয়েছে, অন্যদিকে ভূগর্ভস্থ পানিতেও লবণাক্ততার তীব্রতা বৃদ্ধি পেয়েছে। অতিমাত্রায় লবণাক্ততা এখন উপকূলের প্রধান দুর্যোগ, যা মোকাবেলায় প্রান্তিক মানুষেরা দিশেহারা হয়ে পড়েছে।

one pherma

সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে সরকারকে টেকসই, জনবান্ধব ও পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করার দাবী জানানো হয়।পালনকালে বক্তারা এসব কথা বলেন।মানববন্ধনে খালী কলস হাতে বিভিন্ন বয়সের নারী পুরুষ অংশনেয়।মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজ’র সভাপতি মো. নূর আলম শেখ।মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাদাবন সংঘ’র অজিফা খাতুন, সার্ভিস বাংলাদেশ’র মোস্তাফিজুর রহমান মিলন, সাংবাদিক রেজা মাসুদসহ অনেকে।

ইবাংলা/জেএন/২২মার্চ২০২২

Contact Us