দ্বিতীয়বারের মতো ইরাককে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

ইবাংলা ডেস্ক

দ্বিতীয়বারের মতো বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির ফাইনালে উঠল বাংলাদেশ।

আজ (২৩ মার্চ) শহীদ নূর হোসেন ভলিবল আন্তর্জাতিক স্টেডিয়ামে ইরাককে ৫৫-৩৬ পয়েন্ট ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে তুহিন তরফদাররা।

ঐতিহ্য এবং শক্তির বিচারে যোজন যোজন এগিয়ে থাকা বাংলাদেশকে শুরুতে ভালো চ্যালেঞ্জ জানায় ইরাক। হাসান ফায়েজ-মোহাম্মদ হাদিদের দুর্দান্ত রেইডে কিছুটা এলোমেলো হয়ে যান তুহিন তরফদার-আবদুজ্জামান মুন্সিরা। বাংলাদেশের চারজনকে আউট করে ১০-১০ পয়েন্টে সমতা আনেন ফায়েজ।

শুরুতে খেই হারিয়ে ফেলা বাংলাদেশ এরপর জেগে ওঠে। রাজিব আহমেদ-জাকিররা পয়েন্ট ছিনিয়ে আনার সঙ্গে প্রতিপক্ষের খেলোয়াড়কে আটকে পয়েন্টের ব্যবধান বাড়াতে থাকেন। দু’বার ইরাককে অলআউট করা স্বাগতিকরা প্রথমার্ধে ৩০-১৭ পয়েন্টে এগিয়ে যায়।

দ্বিতীয়ার্ধেও ব্যবধান ধরে রেখে শেষ পর্যন্ত ৫৫-৩৬ পয়েন্টে হারিয়ে শিরোপামঞ্চে ওঠে লাল সবুজের দলটি। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের জাকির হোসেন।

আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় শিরোপা ধরে রাখার লড়াইয়ে কেনিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। আফ্রিকান দেশটি প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৪৯-২৯ পয়েন্টে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। আফ্রিকার এই দলটিও দ্বিতীয়বারের মতো এ টুর্নামেন্টের ফাইনালে উঠেছে।

ইবাংলা/ জেএন/ ২৩ মার্চ, ২০২২

Contact Us