ন্যাটো ও মিত্রদের সঙ্গে বৈঠক করতে ব্রাসেলস বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্বেমেলনসহ আরও গুরুত্বপূর্ণ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের এ সফর ইউক্রেনে রুশ হামলা আলোচনার মূখ্য বিষয় হবে। স্থানীয় সময় বুধবার (২৩ মার্চ) সন্ধ্যায় ব্রাসেলসের মাটিতে অবতরণ করে বাইডেনকে বহনকারী মেরিন ওয়ান হেলিকপ্টারটি।

Islami Bank

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রেক্ষিতে মস্কোর বিরুদ্ধে পশ্চিমা মিত্রদের ঐক্যবদ্ধ করা, রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য আরও নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে খতিয়ে দেখা ও ইউরোপের জ্বালানি সমস্যার সমাধান খুঁজে বের করাই তার এই সফরের লক্ষ্য। সূত্র : ডেইলি মেইল

বাইডেনের পূর্বসুরি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চার বছরের শাসনামলে ইউরোপের সাথে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক ছিল প্রতিযোগিতামূলক। তবে বাইডেন এসে ইউরোপের সাথে কূটনৈতিক ঐক্য জোরদারে মনোযোগ দেন।

এছাড়াও ইউক্রেন রাশিয়ার আগ্রাসনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন, জি ৭ এবং ন্যাটো মিত্রদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন জো বাইডেন।

one pherma

বৃহস্পতিবার (২৪ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ইউরোপীয় ইউনিয়ন, জি ৭ এবং ন্যাটো মিত্রদের সাথে বৈঠক করবেন। এ বৈঠকে মস্কোর বিরুদ্ধে জোড়াল ঐক্য জোরদারের চেষ্টা চালাবেন। এ বৈঠক শেষে শুক্রবার (২৫ মার্চ) ইউক্রেনের প্রতিবেশি দেশ পোল্যান্ড সফরে যাবেন বাইডেন। তবে ইউক্রেন যাবেন না।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান গণমাধ্যমে বলেছেন, মিত্র ও অংশীদারদের সাথে যে ঐক্য তৈরি হয়েছে বাইডেন তা আরও শক্তিশালী করার চেষ্টা করবেন।

বেলজিয়ামের উদ্দেশে হোয়াইট হাউস ত্যাগের আগে এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেছিলেন, ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য রাসায়নিক অস্ত্র হামলা একটি সত্যিকারের হুমকি। এই মুহূর্তে রাসায়নিক যুদ্ধের হুমকি কতটা তীব্র- এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘আমি মনে হয় এটি একটি সত্যিকারের হুমকি।’

ইবাংলা/ জেএন/ ২৪ মার্চ, ২০২২

Contact Us