রাবার শ্রমিক ইউনিয়নে আইয়ুব সভাপতি মোজাম্মেল সম্পাদক

হাবিবুর রহমান,মধুপুর( টাঙ্গাইল)ঃ

বন শিল্প উন্নয়ন কর্পোরেশন ( বশিউক) এর পীরগাছা রাবার বাগানের শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বি- বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মীর আইয়ুব, সহ- সভাপতি বজলুর রশিদ,সাধারণ সম্পাদক পদে মোজাম্মেল হক,সহ- সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক শাজাহান আলী,দপ্তর সম্পাদক হাবিজুর রহমান।

Islami Bank

মোট ভোটার সংখ্যা ৫৯। শ্রমিক ইউনিয়নের রেজিনং৩২০৯। নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন কুড়াগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক সরকার, ব্রাহ্মনবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আজহারুল ইসলাম, প্রিজাইডিং অফিসার সোহরাব হোসেন, সহকারি প্রিজাইডিং অফিসার আনিছুর রহমান ও আব্দুল আজিজ দায়িত্ব পালন করেন।

সকাল ৯ টা থেকে ভোট শুরু হয়ে বিকেল চার টা পর্যন্ত ভোট গ্রহন চলে। ভোটাররা লাইনে দাড়িয়ে সুশৃঙ্খল ভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন অরণখোলা পুলিশ ফাঁড়ির সদস্যরা ও বাগানের আনসার বাহিনীর সদস্যরা।

one pherma

জাঁকজমকপূর্ণ আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন চলে। নির্বাচনে শুধু সভাপতি ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যান্য পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছে। নির্বাচন কমিশনার ফজলুল হক সরকার ও আজহারুল ইসলাম জানান, সুষ্ঠু সুন্দর ভাবে ভোট গ্রহন হয়েছে। সভাপতি পদে মীর আইয়ুব ও কোষাধ্যক্ষ পদে বাদল ভূইয়া বিজয়ী হয়েছে।

ইবাংলা/ জেএন/ ২৫ মার্চ, ২০২২

Contact Us