হিজাব-নিকাব অবস্থায় সেবা নিশ্চিত দাবিতে মানববন্ধন

ইবি প্রতিনিধি:

হিজাব-নিকাব পরিহিত অবস্থায় মহিলাদের সকল সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানে সেবা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (২৮ মার্চ) বেলা ১১টায় বিশ^বিদ্যালয় প্রধান ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এসময় ‘হিজাব আমার সত্ত্বার অংশ; সংবিধানের ৪১ (১) অনুসারে পর্দা করা আমার সংবিধানিক অধিকার’ ‘কান দেখানো ছবি নয়; বায়োমেট্রিকে সব হয়’ ‘কান দেখিতে চাহিয়া লজ্জা দিবেন না’ ‘বায়োমেট্রিক পদ্ধিতে জাতীয় পরিচয় পত্র কেন নয়?’ ইত্যাদি শ্লোগান সম্বলিত পোষ্টার তাদের হাতে দেখা যায়।

মানববন্ধনে অংশগ্রহণকারী আঁখি আক্তার বলেন, ‘আমাদের মা-বোনেরা পর্দা করার কারণে বিভিন্ন ক্ষেত্রে বাঁধার সম্মুখিন হয়। চাকরীর সাক্ষাৎকারে গেলে আমাদের পর্দা খুলে মুখ দেখাতে হয়। মুখ খুলে যখন কথা বলি তখন প্রচন্ড বিব্রতকর অবস্থায় পড়ি। কারণ এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হারাম।

চাকরি বা সরকারী সেবা নিতে যদি আমাদের ধর্মীয় বিধান লঙ্ঘন করতে হয় তাহলে আমাদের ধর্মীয় স্বাধীনতা কোথায়? আমরা কি কোন বাজারের পণ্য যে, চেহারা দেখিয়ে আমাদের যোগ্যতার প্রমাণ করতে হবে।’

সাইয়েদা হুমায়রা বলেন, ‘আমরা চাই যেসব মেয়েরা হিজাব-নিকাব পরিধান করে তাদের জন্য যেন বিকল্প বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে সকল ক্ষেত্রে অংশগ্রহনের সুযোগ দেয়া হয়। জাতীয় পরিচয়পত্র, ব্যাংক একাউন্ট সহ রাষ্ট্রীয় সকল সুবিধা যেন নিশ্চিত করা হয়।’

ইবাংলা/ জেএন/ ২৮ মার্চ, ২০২২

Contact Us