সচিবকে মারধর মামলায় চেয়ারম্যান গ্রেফতার

জেলা প্রতিনিদি খুলনা

ইউনিয়ন পরিষদের সচিবকে মারধরের ঘটনায় করা মামলায় চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদকে গ্রেফতার করেছেন পুলিশ। খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের সচিব চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করলে তাকে গ্রেফতার করা হয়।কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Islami Bank

সোমবার (২৮ মার্চ) বিকেল ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকও। এর আগে সকালে তার বিরুদ্ধে মামলা করেন সচিব ইকবাল হোসেন।

ইউপি সচিব মামলা করার পরই চেয়ারম্যান মাহমুদের বাড়িতে অভিযান চালানো হয়। তাকে না পেয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ। রাতে অফিস করতে না চাওয়ায় ২১ মার্চ সন্ধ্যায় সচিব ইকবাল হোসেনকে পরিষদের একটি কক্ষে আটকে রেখে মারধরের অভিযোগ ওঠে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে।

এ খবর ছড়িয়ে পড়লে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শনে আসেন। পরে ইউএনও অনিমেষ বিশ্বাস সচিবের কাছ থেকে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে এমন লিখিত নিয়ে পরিবারের সঙ্গে বাড়ি পাঠিয়ে দেন।

one pherma

এদিকে ঘটনার পর থেকে চেয়ারম্যানের শাস্তি দাবিতে খুলনার ৬৮ ইউনিয়নের সচিব ও হিসাব সহকারীরা কর্মবিরতি পালন করেন। পাশাপাশি জেলা প্রশাসকের কাছে এ সংক্রান্ত স্মারকলিপিও দেন।

অপরদিকে ঘটনাটি রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচার দাবি করে কয়রা প্রেসক্লাবে ২৩ মার্চ বিকেলে সংবাদ সম্মেলন করেন ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ।

ইবাংলা/ জেএন/ ২৮ মার্চ, ২০২২

Contact Us