জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে মুরাদ-রাশিদুল

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন উপদেষ্টামন্ডলী।

Islami Bank

কমিটিতে সভাপতি হিসেবে আইন বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের মুরাদ হাসান ও সাধারন সম্পাদক হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের রাশিদুল ইসলামকে নির্বাচিত করা হয়। সোমবার বিকালে উপদেষ্টা শাহ আলম কবির প্রামাণিক, সাবেক সভাপতি ও সাবেক সাধারন সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কমিটির সহ সভাপতি হিসেবে আছেন আব্দুল আওয়াল, লুৎফুননাহার রীনা ও জামাল হোসেন। সহ সাধারন সম্পাদক শাহরিয়ার বিন সিফাত, কানিজ তামান্না, মাহবুব আলম ও আশরাফ আমিন বর্ষণ।

one pherma

এছাড়া কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, প্রচার সম্পাদক ফয়সাল মাহমুদ নয়ন, ছাত্রী বিষয়ক সম্পাদিকা রাহিমা আক্তার জেমি, দপ্তর সম্পাদক এস এইচ সবুজ, সাংস্কৃতিক সম্পাদক লিমা আক্তার।

উল্লেখ্য, লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের শেষে এই কমিটি ঘোষণা করা হয়।

ইবাংলা/ জেএন/ ২৮ মার্চ, ২০২২

Contact Us