“মুজিব মানে মুক্তি” মঞ্চ নাটক: কুমিল্লায়

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা (দক্ষিণ), ২৯ মার্চ, ২০২২  কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন নিয়ে নির্মিত (মুজিব মানে মুক্তি) মঞ্চ নাটক মঞ্চস্থ হয়েছে। সোমবার রাত ৮ টায় জেলার শিল্পকলা একাডেমিতে এ নাটক মঞ্চস্থ করা হয়।।

Islami Bank

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহা উদ্দিন বাহার। কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা স্থানীয় সরকার বিভাগের উপ-

পরিচালক শওকত ওসমান, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, কলেজ পরিচালনা পর্ষদ এর সদস্য ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হাসান ইমাম মজুমদার, অত্র কলেজের উপাধ্যাক্ষ মোঃ মোস্তাক আহমেদ প্রমুখ।

one pherma

এছাড়াও কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক- শিক্ষিকা আগত অতিথি ও অন্যান্য শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আয়োজিত মঞ্চ নাটকটিতে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। মঞ্চ নাটকের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ থিয়েটার আন্দোলন এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক হাবিব তাড়াশী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের শিক্ষক পরিষদের সদস্য ও বাংলা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান কামরুল রশিদ।

ইবাংলা/ জেএন/ ২৯ মার্চ, ২০২২

Contact Us