ছাত্রদলের একাংশের সংবাদ সম্মেলন

মধুপুর প্রতিনিধি:

মধুপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ছাত্র দলের একাংশ। বিএনপি’র আন্দোলন সংগ্রাম হামলা মামলায় নির্যাতিত ত্যাগী নেতাদের বাদ দিয়ে মধুপুর উপজেলা ও পৌর ছাত্র দলের কমিটি গঠন করা হয়েছে দাবী করে এই কমিটি বাতিলের দাবি করেন তারা।

Islami Bank

২৯ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় মধুপুর উপজেলা বিএনপি’র কার্যালয়ে একাংশের সংবাদ সম্মেলনে ছাত্র দল নেতা মো. হারুন অর রশিদ এতে সভাপতিত্ব করেন। ছাত্র দল নেতা মাহবুবুর রহমান মুরাদ, মো. রিফাত মিয়া, হাবিবুর রহমান হাবিব, রফিকুল ইসলাম বাবলু, মানিক মিয়া সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

বক্তব্যে তারা জানান, বিএনপি’র ভারপ্রপাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তে ভোটের অধিকার, নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে আন্দোলন সংগ্রাম হামলা মামলা ও নির্যাতিত নেতৃবৃন্দদের বাদ দিয়ে সম্প্রতি আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটি বাতিল করে ছাত্রদলের মাঠের ত্যাগী নেতৃবৃন্দদের নিয়ে কমিটি গঠন করার দাবি তাদের। এসব তথ্য সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য থেকে জানা গেছে।

one pherma

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব শ্রাবন হাবিব রুবেল, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিফাত মিয়া, সাবেক যুগ্ম আহবায়ক মো. মোন্না ও হাবিবুর রহমান, কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মাহবুবুর রহমান মুরাদ, সাবেক যুগ্ম আহবায়ক মো. মানিক মিয়া, তোফাজ্জল হোসেন ও সোহাগ মিয়া, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম বাবলুসহ ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ইবাংলা/ জেএন /৩০মার্চ, ২২

Contact Us