জবির ডিবেটিং সোসাইটির সভাপতি সাঈদ সম্পাদক রাজু
রিসাত রহমান, জবি প্রতিনিধিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী পরিষদ ২০২২’র নির্বাচনে সভাপতি পদে মোঃ সাইদুল ইসলাম সাঈদ ও সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান রাজু নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্থাপিত ডিবেটিং সোসাইটির কার্যালয়ে সকালে ৯ টা থেকে শুরু হয়ে বিকেল ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ফলাফল ঘোষণা করা হয় বিকেল সাড়ে টারটার দিকে। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলে ড. মোঃ আইনুল ইসলাম
একই সাথেই সহ সভাপতি এফ এম নওরুজ্জামান নিয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক ময়না আকতার, সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম হৃদয়, দপ্তর সম্পাদক মোর্শেদ হাসান আসিফ, অর্থ সম্পাদক সুস্মিতা বনিক, প্রচার সম্পাদক শারমিন সুলতানা নিশি, তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ তানজীদ, প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক সোহেল রানা।
কার্যনির্বাহী সদস্য শাহিনুল ইসলাম সাগর, রায়হান সিদ্দিকী আম্মান, রুবেল মিয়া, সংরক্ষিত নারী সদস্য জান্নাতুল শাহরিন অনন্যা ও সানজিদা চৌধুরী পিয়া নির্বাচিত হয়েছেন।
নব নির্বাচিত সভাপতি মোঃ সাইদুল ইসলাম সাঈদ বলেন, ‘বিতর্কে শাণিত চৈতন্য’ স্লোগানকে ধারণ করে অজস্র সাফল্যগাথার সারথি হয়ে এগিয়ে যাচ্ছে প্রাণের জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।
আমাকে সভাপতির দায়িত্ব দেওয়ায় সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও প্রীতি। বিতর্কের উন্নতি এবং সফলতার লক্ষ্যে নিষ্ঠার সাথে কাজ করে যাবো ইনশাআল্লাহ। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
ইবাংলা/ জেএন/ ৩১ মার্চ, ২০২২