মধুপুরে পারস্পরিক শিখন কর্মশালা অনুষ্ঠিত

হাবিবুর রহমান, মধুপুরঃ

মধুপুরে পারস্পরিক শিখন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার দিনব্যাপী মধুপুর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত কর্মশালার আয়োজন করে বাংলাদেশ পারস্পরিক শিখন প্রাষ্ঠানিকরণ প্রকল্প ( এনআইএলজি)।

Islami Bank

মধুপুর উপজেলা প্রশাসন, সুইজারল্যান্ড সরকার, ওয়াটার এইট ও বাসা ফাউন্ডেশন যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু।

বাসা ফাউন্ডেশনের প্রশিক্ষণ সমন্বয়কারী সাইদুল ইসলাম, প্রোগ্রাম অফিসার দীপক চক্রবর্তী,এলএিচপি ‘র লার্নিং এন্ড এডভোকেসি এসএম আবরার, প্রকৌশলী নাজমুল হুদা মাসুদ, প্রকল্প পরিচালক ইশরাফ হোসেন খাঁন প্রমুখ।

one pherma

কর্মশালায় মধুপুর সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও সংরক্ষিত নারী সদস্যরা অংশ গ্রহন করে। শিখন কর্মশালায় দল ভিত্তিক তাদের নানা ধরণের কর্মপরিকল্পনা তুলে ধরেন। মাদক, বাল্যবিবাহ, মাত্রাতিরিক্ত হরমোন বিষ প্রয়োগসহ নানা বিষয় উঠে আসে কর্মশালায়।

ইবাংলা/ টিএইচকে/ ৭ এপ্রিল, ২০২২

Contact Us