বাবুনগরীকে দাফনের আগেই মুহিবুল্লাহকে ভারপ্রাপ্ত আমির ঘোষণা

চট্টগ্রাম ব্যুরো :

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির জুনাইদ বাবুনগরীর দাফনের আগেই সংগঠনটির ভারপ্রাপ্ত আমির হিসেবে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে ভারপ্রাপ্ত আমির হিসেবে মুহিব্বুল্লাহ নাম ঘোষণা করা হয়।

Islami Bank

বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম। জুনায়েদ বাবুনগরীর মামা আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী

এর আগে বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে চট্টগ্রাম নগরীর সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্চ (সিএসসিআর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী মারা যান। তার বয়স হয়েছিল ৬৮ বছর। জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে তার স্ত্রী, এক ছেলে, ছয় কন্যা এবং অসংখ্য স্বজন ও অনুসারী শোকাহত হয়েছেন।

one pherma

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাবুনগর গ্রামে ১৯৫৩ সালে জুনায়েদ বাবুনগরীর জন্ম হয়। পাঁচ বছর বয়সে তিনি আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসায় শিক্ষা জীবন শুরু করেন।

ই-বাংলা.প্রেস/ আইএফ/ ১৯ আগস্ট, ২০২১

Contact Us